পরিযায়ী শ্রমিক স্টেটাস চেক অনলাইন | WB Shramshree

পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর উদ্যোগে পরিয়ায়ী শ্রমিকদের উদ্দেশ্যে একটি বিশেষ প্রকল্প নিয়ে আসা হয়েছে যার নাম দেওয়া হয়েছে শ্রমশ্রী প্রকল্প বা পরিযায়ী শ্রমিক প্রকল্প। 

এই পরিযায়ী শ্রমিক প্রকল্প বা শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিযায়ী শ্রমিককে প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন, কিন্তু আপনার আবেদন স্বীকার করা হয়েছে কিনা সেটা আপনি কিভাবে জানবেন । আজকের এই পোস্টের মাধ্যমে পরিযায়ী শ্রমিক স্টেটাস চেক অনলাইন চেক করব। 

আপনি যদি পরিযায়ী শ্রমিক স্টেটাস চেক অনলাইন করতে চান, তাহলে আমাদের সঙ্গে থাকুন লাস্ট পর্যন্ত। 

পরিযায়ী শ্রমিক স্টেটাস চেক অনলাইন 



আপনি নিজেই আপনার মোবাইল থেকে এই প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন তা আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। 

এছাড়াও, প্রকল্পের সুবিধা কি কি আছে তাও বিস্তারিতভাবে আলোচনা করেছি । আপনারা অবশ্যই পোস্টটি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন ।

Read More - পরিযায়ী শ্রমিক ফরম ফিলাপ online | WB Shramshree

Parijayee shramik status check Online 

যারা এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করেছেন, তারা মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে Parijayee shramik status check Online করতে পারবেন।

  1. আপনি পশ্চিমবঙ্গের পরিয়ায়ী শ্রমিক প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এ যাবেন - http://www.karmasathips.wblabour.gov.in
  2. এখন আপনার সামনে পশ্চিমবঙ্গের পরিয়ায়ী শ্রমিক প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এখানে Login অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
  3. এখন আপনার সামনে নতুন একটি পেজ খুলবে। এখানে Login Form অপশন এর নিচে Login As অপশনে Beneficiary সিলেক্ট করুন এবং Username অপশনে নিজের মোবাইল নাম্বার বসিয়ে দিন। এরপর, Generate OTP অপশনে ক্লিক করুন।
  4. এখন আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। এই ওটিপি Enter OTP অপশনে বসিয়ে দিন এবং Authentication অপশনে ক্লিক করুন।
  5. এখন আপনি পরিয়ায়ী শ্রমিক প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছেন। এখন আপনি Menu অপশনে ক্লিক করুন।
  6. এখানে আপনি Claim Application, Track Status, Print Card দেখতে পাবেন। এখানে আপনি Track Status এ ক্লিক করে Parijayee shramik status check Online (পরিযায়ী শ্রমিক স্টেটাস চেক অনলাইন) 

মোবাইল অ্যাপের মাধ্যমে পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক - Parijayee Shramik Status Check APP

আপনি খুবই সহজ উপায়ে Parijayee Shramik Status (পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস) চেক করতে আপনার মোবাইল ফোন দিয়ে Parijayee Shramik App এর মাধ্যমে। 

চলুন, তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক করবেন। 

  1. সর্বপ্রথম আপনাকে নিজের মোবাইলে গুগল প্লে স্টোর খুলতে হবে। 
  2. এখানে আপনাকে সার্চ করতে হবে - Parijayee Shramik App
  3. এরপর, আপনি Parijayee Shramik App ডাউনলোড করুন এবং অ্যাপটি চালু করুন।
  4. আপনার নিজের রেজিস্ট্রার মোবাইল নাম্বার দিয়ে Login অপশন সিলেক্ট করুন।
  5. এরপর, জেনেরেট ওটিপি অপশন এ ক্লিক করুন, এখন আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে ওটিপি আসবে।
  6. এখন Enter OTP অপশনে ওটিপি বসিয়ে দিন এবং সাবমিট করুন।
  7. এখন আপনার সামনে Parijayee Shramik Status চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন, আপনার ফর্ম Accpect না Reject করা হয়েছে। 

Conclusion 

আজকের এই পোস্টের মাধ্যমে পরিযায়ী শ্রমিক স্টেটাস চেক অনলাইন (Parijayee shramik status check Online) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

আসা করি এই পোস্টটি আপনার অনেক সাহায্য করবে পরিযায়ী শ্রমিক স্টেটাস চেক অনলাইন (Parijayee shramik status check Online) করার জন্য।

আপনার যদি পরিযায়ী শ্রমিক স্টেটাস চেক অনলাইন (Parijayee shramik status check Online) সম্পর্কে কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ