পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক | WB Shramshree
পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক: আপনি কি পরিয়ায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করেছেন। তাহলে আপনাকে নিশ্চয়ই এই পোস্টটি সম্পন্ন করতে হবে।
আমি আজকের এই পোস্টে পরিয়ায়ী শ্রমিক স্ট্যাটাস চেক (Parijayee shramik status check) সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করে থাকেন। তাহলে আপনার আবেদনটি এখন কি অবস্থায় আছে সেটা দেখার জন্য এই পোস্টটি সম্পন্ন পড়ুন।
চলুন তাহলে দেখে নেওয়া যাক পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক নিজের মোবাইল দিয়ে কিভাবে করবেন।
পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক | Parijayee shramik status check
আপনাকে সর্বপ্রথম বলে রাখি, আপনি যদি পরিয়ায়ী শ্রমিক প্রকল্পে আবেদন না করে থাকেন, তাহলে কিভাবে আবেদন করবেন এই বিষয়ে আমরা একটি পোস্ট লিখেছি যার লিঙ্ক আমি নিচে দিয়ে দেব এখানে ক্লিক করে আপনি সেই পোস্টটি পড়তে পারেন।
Read More - পরিযায়ী শ্রমিক ফরম ফিলাপ online | WB Shramshree
Read More - Parijayee Shramik Online Apply | WB Shramshree
আপনি যদি আবেদন না করেই পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক করতে চান তাহলে সেটা কোনমতেই সম্ভব হবে না এর জন্য আগে আপনাকে আবেদন করতে হবে।
চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক (Parijayee shramik status) করবেন নিজের মোবাইল দিয়ে।
- পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম পরিযায়ী শ্রমিক প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর আপনাকে এখানে লগইন অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে।
- এখন আপনার সময় লগইন ফর্ম খুলে আসবে এখানে Login As এ Beneficiary এবং Username এ আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে।
- এরপর আপনাকে ওটিপি অপশনে ক্লিক করতে হবে।
- এখন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেটা ওটিপি অপশনে বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে।
- এখন আপনার ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলে আপনি ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করতে পারবেন এবং আপনি আপনার স্থিতি চেক করতে পারবেন।
- এখন আপনার User Interface সামনে চলে আসবে। এখানে আপনি বাঁদিকে মেনুতে ক্লিক করে পরিয়ায়ী শ্রমিক স্ট্যাটাস চেক করতে পারবেন।
পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক অ্যাপ | Parijayee shramik App
আপনি এখন পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক মোবাইল অ্যাপস (Parijayee shramik Mobile App) এর মাধ্যমে করতে পারবেন। আপনি যদি না জানেন যে কিভাবে ওয়েবসাইটে পরিয়ায়ী শ্রমিক স্ট্যাটাস চেক করতে হয়।
তাহলে চিন্তার কোন কারণ নেই আপনি নিজের মোবাইলেই একটি মাত্র অ্যাপস ডাউনলোড করে সেটা চেক করতে পারবেন।
চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে মোবাইল অ্যাপস এর মাধ্যমে পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক করবেন।
- প্রথমে আপনাকে আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন করতে হবে এবং এখানে পরিযায়ী শ্রমিক অ্যাপ সার্চ করতে হবে।
- এখন আপনার সামনে পরিচয় শ্রমিক প্রকল্পের অ্যাপস চলে আসবে। এখান থেকে আপনি সেটাকে ডাউনলোড করে নিন।
- ডাউনলোড করা হয়ে গেলে সেটাকে ইনস্টল করে নিন এবং ওপেনে ক্লিক করুন।
- এখন আপনাকে এখানে লগইন করতে হবে লগইন করার জন্য আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিন এবং গেট ওটিপিতে ক্লিক করে দিন।
- এখন আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে সেটা এখানে ভেরিফাই করিয়ে দিন তাহলে আপনি আপনার পরিয়ায়ী শ্রমিক স্ট্যাটাস চেক করতে পারবেন।
পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক অ্যাপ ডাউনলোড
আপনি যদি পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক করতে চান । কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে চেক করতে হয় সেটা বুঝতে পারছেন না। আপনি চাইছেন পরিয়ায়ী শ্রমিক স্ট্যাটাস চেক অ্যাপ এর মাধ্যমে করবেন।
তাহলে কোন চিন্তার বিষয় নয় আপনি আপনার মোবাইলে পরিযায়ী শ্রমিক স্ট্যাটাস চেক অ্যাপ ডাউনলোড করে এটা সম্পূর্ণ চেক করতে পারবেন।
এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন করতে হবে এবং আপনাকে সার্চ করতে হবে পরিযায়ী শ্রমিক প্রকল্প অ্যাপ।
এখন আপনার সামনে পরিয়ায়ী শ্রমিক প্রকল্পের অফিসিয়াল অ্যাপস সামনে চলে আসবে। এখান থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন এবং সেটাকে ইন্সটল করতে পারবেন।
আপনি যদি এখনও অ্যাপসটি খুঁজে পাচ্ছেন না বা কিভাবে ডাউনলোড করবেন, ইন্সটল করবেন বুঝতে পারছেন না তাহলে নিচে কমেন্ট করুন। আমি আপনাকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব।

0 Comments