শ্রমশী প্রকল্পে আবেদন করতে কি কি লাগে | WB Shramshree 



শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে কি কি লাগে: আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পরিয়ায়ী শ্রমিকদের উদ্দেশ্যে একটি প্রকল্প নিয়ে এসেছেন যে প্রকল্পটির নাম দেওয়া হয়েছে শ্রমশ্রী প্রকল্প।

এই প্রকল্প নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে সকল পশ্চিমবঙ্গবাসী দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করেন তাদের প্রতি মাসে 5000 টাকা করে দিয়ে আর্থিক সাহায্য করা।

আপনিও যদি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও গিয়ে কাজ করেন । তাহলে আপনি ওই প্রকল্পের আবেদন করে প্রতি মাসে 5000 টাকা করে নিতে পারবেন।

আমি আজকে এই পোস্টের মাধ্যমে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে কি কি লাগে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।


শ্রমশী প্রকল্পে আবেদন করতে কি কি লাগে

Shramshree 2025 Important Documents:

  1. Passport Size Photo 
  2. Aadhar Card 
  3. Ration Card 
  4. Voter ID Card 
  5. Passport
  6. Mobile Number
  7. Bank Passbook 
  8. Others
Note: আপনি যদি ভারতের মধ্যেই যে কোনো রাজ্য কাজ করেন, তাহলে আপনার Passport লাগবে না। আর যদি আপনি ভারতের বাইরে কাজ করেন, তাহলে আপনার Passport এবং আরো কিছু তথ্য প্রদান করতে হবে। 

Read More - পরিযায়ী শ্রমিক ফরম ফিলাপ online | WB Shramshree

Shramshree প্রকল্পের সুবিধা কি ?

এই Shramshree প্রকল্পের সুবিধা হচ্ছে, যে সকল শ্রমিকরা বিভিন্ন কাজের শূত্রে দেশে বা বিদেশে গিয়ে কাজ করেন, তাদের প্রতি মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে, যাতে তাদের আর্থিক উন্নতি করা যায়। 

আপনিও যদি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করছেন, তাহলে আপনিও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। কিভাবে Shramshree প্রকল্পের সুবিধা নিবেন, এই বিষয়ে নিচে আলোচনা করা হয়েছে।

Shramshree প্রকল্পে আবেদন কি ভাবে করবো ?

 Shramshree প্রকল্পে আবেদন অনলাইনে করতে পারবেন। কিন্তু এর আগে আপনাকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে এবং সেটাকে ফিলাপ করতে হবে। 

Shramshree Form Download কিভাবে করবেন। এটা অনেকের প্রশ্ন হতে পারে। আমি নিচে Shramshree Form Download Link দিয়েছি আপনি সেখান থেকে শ্রমশ্রী প্রকল্পের ফর্ম ডাউনলোড করতে পারবেন।

Read More - পরিযায়ী শ্রমিক স্টেটাস চেক অনলাইন | WB Shramshree

Shramshree প্রকল্পের সুবিধা কারা পাবেন ?

Shramshree প্রকল্পের সুবিধা কারা পাবেন, এই বিষয়ে অনেকেই সঠিক জানেন না। তাহলে দেখে নিন:

1. যারা পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা এবং যারা কাজের শূত্রে অন্য জায়গায় গেছেন।

2. এই শ্রমশ্রী প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গে ফিরে আসতে হবে।

3. আপনাকে অবশ্যই উপরের 2টি পয়েন্ট এর আওতায় থাকতে হবে।

Shramshree সম্পর্কে বিস্তারিত আলোচনা ?

আপনি যদি Shramshree প্রকল্পের সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং আপনি

কোথায় কাজ করছেন সেটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ